প্রবাসী স্বামীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে যশোরে স্ত্রীর মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ সৌদি প্রবাসী মিলন হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে রোববার যশোরের আদালতে মামলা করেছেন তার স্ত্রী। স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়ায় তিনি এই মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন। আসামি মিলন হোসেন শার্শা উপজেলার উলাশী গ্রামের হারুনার রশিদের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১২ নভেম্বর মিলন হোসেন পারিবারিকভাবে ওই নারীকে বিয়ে করেন। এরপর যৌতুকের দাবিতে নির্যাতন করায় দুইবার মিলন হোসেনকে আসামি করে মামলা করেছিলেন তার স্ত্রী। পরবর্তীতে মীমাংসা করে স্ত্রীকে নিয়ে ঘর সংসার শুরু করেন মিলন হোসেন। ২০২১ সালে মিলন হোসেন শ্বশুরের কাছ থেকে ৩ লাখ টাকা যৌতুক নিয়ে সৌদি আরবে যান। এরপর থেকে তিনি তার স্ত্রী-সন্তানের আর কোন খোঁজ নেননি। কিছুদিন আগে মিলন হোসেন স্ত্রীর কাছে ফোন করে তাকে আর রাখবেন না বলে জানিয়ে হুমকি দেন। পরে তিনি তার ফেসবুক আইডিতে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি দিয়ে দেন। এছাড়া ইমো’র মাধ্যমে একই ছবি আপনজনদের কাছে পাঠিয়ে দেন মিলন হোসেন।