কলারোয়ায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলার দু’টি মামলায় তিনজনের সাক্ষ্য

0

 

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরায় কলারোয়ায় সাবেক বিরোধীয় দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলার সাক্ষী দিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামসহ তিনজন। মঙ্গলবার সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মন্ডল কাঠগোড়ায় উপস্থিত থাকা বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিসহ ৪০ জনের উপস্থিতিতে এ সাক্ষ্য গ্রহণ করেন। আগামী পহেলা আগস্ট সোমবার পরবর্তী সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়েছে।
সাক্ষীদের মধ্যে কলারোয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ছাড়া অন্য দুইজন হলেন, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন ও আনছার আলী।
আদালত সূত্রে জানা যায়, অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় কারাগারে থাকা ৪০ জন আসামিকে মঙ্গলবার সকালে জেলা কারাগার থেকে স্পেশাল টাইব্যুনাল-৩ এর কাঠগোড়ায় হাজির করানো হয়। এ মামলায় আরো নয় জন আসামি পলাতক রয়েছে।