শালিখায় গ্রামবাসীর রাস্তা সংস্কার

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা ॥ মাগুরার শালিখায় নিজস্ব অর্থায়নে ১ কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করেছেন উপজেলার ছয়ঘরিয়া কাজীপাড়া গ্রামের সৌকত হোসেন ও এলাকাবাসী। রোববার ছয়ঘরিয়া আল আমিন মিল এলাকা থেকে ছয়ঘরিয়া কাজীপাড়া পর্যন্ত এই রাস্তার সংস্কার করা হয়। ছয়ঘরিয়া কাজীপাড়া থেকে স্থানীয় সীমাখালী বাজারে যাওয়ার একমাত্র চলাচলের অনুপযোগী এই রাস্তাটি প্রায় ৩০ বছর বেহাল দশার কারণে রাস্তাটিতে জনসাধারণের চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। পরে গ্রামবাসী নিজস্ব অর্থায়নে প্রায় ৩কি.মি. রাস্তার মধ্যে ১ কি.মি. রাস্তা ইট,বালি, রাবিস ও খোয়া দিয়ে প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে রাস্তাটি সংস্কার করেছেন।আরো প্রায় ২ কি.মি. রাস্তা বেহাল রয়েছে বলে এলাকার শরিফুল ইসলাম ও আব্দুল লতিফ মোল্যাসহ আরো অনেকেই জানান। তারা আরো বলেন, বাংলাদেশ স্বাধীনের পর থেকেই রাস্তাটি বেহাল দশা ছিল।
এ ব্যাপারে জেলা পরিষদের সদস্য আবুল কাশেম মিনা বলেন, বিষয়টি নিয়ে আমি উপর মহলে বারবার অবগত করেছি। কিন্তু আজ করবেন, কাল করবেন বলে ঘুরিয়েই যাচ্ছে। তবে শতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টুর বক্তব্য নিতে গিয়ে না পেয়ে তার মুঠোফোনে বারবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। এবিষয়ে উপজেলা ইঞ্জিনিয়র সৈয়েব আক্তার বলেন, ওই রাস্তার কোড নাম্বার জেনে তারপর বলতে পারবো যে কোন প্রকল্পে রাস্তাটি দেয়া আছে কি না।