পাইকগাছায় বিশাল গাঁজা গাছ উদ্ধার, আটক-১

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় থানা পুলিশ গোপন সংবাদে বিশাল এক গাঁজা গাছ উদ্ধার করেছে। একই সাথে গাছের মালিক সঞ্জয় দে(৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে। তিনি উপজেলার হরিঢালীর ইউনিয়নের হরিদাসকাটি গ্রামের মৃত বৈদ্য নাথ দে’র ছেলে ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে স্থানীয় ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে সঞ্জয়ের পানের বরজ থেকে এ গাঁজা গাছ উদ্ধার করে। স্থানীয়রা জানান, সঞ্জয় দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে আসছেন। উদ্ধারকৃত গাছের বয়স দেড় বছর হবে বলে ধারণা করছে পুলিশ।
এব্যাপারে পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জানান, উদ্ধারকৃত গাঁজা গাছটি বটবৃক্ষের মত বড়। গ্রেপ্তার করা হয়েছে গাছের মালিককে। থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।