বেনাপোল বন্দরে আমদানি রফতানি বন্ধ ৩ দিন

0

লোকসমাজ ডেস্ক॥ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দরে তিন দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে এই সময়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
শনিবার (৯ জুলাই) সকালে বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, শনি, রবি ও সোমবার ঈদুল আজহা উপলক্ষে ছুটি। মঙ্গলবার (১২ জুলাই) সকাল থেকে স্বাভাবিক নিয়মে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
এছাড়া ঈদের ছুটিতে বন্দরের মধ্যে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য বন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, ঈদুল আজহা উপলক্ষে তিন দিন আমদানি-রফতানি ও বন্দরের পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকবে।