মার্চে মজুদ বাড়ল মালয়েশীয় পাম অয়েলের

0

লোকসমাজ ডেস্ক॥ টানা পাঁচ মাস ধরে মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ কমতির দিকে ছিল। তবে চলতি বছরের মার্চে এ মন্দা ভাব কেটেছে। এ সময় দেশটিতে পাম অয়েলের সমাপনী মজুদ আগের মাসের তুলনায় বেড়ে ১৭ লাখ টন ছাড়িয়ে গেছে। মূলত উৎপাদন বৃদ্ধির জের ধরে গত মাসে দেশটিতে পাম অয়েলের মজুদ বেড়েছে। খবর স্টার অনলাইন।
মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদক ও রফতানিকারক দেশ। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের (এমপিওবি) তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চে দেশটিতে পাম অয়েলের সমাপনী মজুদ দাঁড়িয়েছে ১৭ লাখ ৩০ হাজার টনে। এর মধ্য দিয়ে টানা পাঁচ মাস পর প্রবৃদ্ধির ধারায় ফিরেছে দেশটির পাম অয়েল মজুদ।
এমপিওবি জানিয়েছে, চলতি বছরের মার্চে মালয়েশিয়ায় সব মিলিয়ে ১৪ লাখ টন পাম অয়েল উৎপাদন হয়েছে, যা আগের মাসের তুলনায় ৮ দশমিক ৪ শতাংশ বেশি।
কুয়ালালামপুরভিত্তিক রফতানিকারক প্রতিষ্ঠান ফার্ম ট্রেডের পরিচালক সন্দ্বীপ সিং বলেন, গত মাসে উৎপাদন বেড়েছে। তবে মাসের শেষ দিকে এসে নভেল করোনাভাইরাসের মহামারীর কারণে লকডাউন ঘোষণা করায় পাম অয়েলের মজুদ চাঙ্গা হয়ে উঠেছে। লকডাউনের কারণে এরই মধ্যে পাঁচ লাখ টন পাম ফল বাগান থেকে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না।
এদিকে গত মার্চে মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১১ লাখ ৮০ হাজার টন পাম অয়েল রফতানি হয়েছে বলে জানিয়েছে এমপিওবি। এক মাসের ব্যবধানে দেশটি থেকে পাম অয়েল রফতানি বেড়েছে ৯ দশমিক ২ শতাংশ।