বন্যা দুর্গতদের মাঝে যশোর নাগরিক সংঘের ত্রাণ বিতরণ

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর নাগরিক সংঘ (যনাস)। সংগঠনটির পক্ষ থেকে সিলেটের বন্যা দূর্গত মানুষের ত্রাণ বিতরণ শেষে শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কার্যক্রম তুলে ধরেন সমন্বয়ক মোহাম্মদ আলী আজম টিটো। লালদিঘী পাড়স্থ ব্রাদার্স টিটোর হোমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১ জুলাই ৬৮ জন দাতা সদস্যের কাছ থেকে এবং ঢাকা থেকে যনাস সদস্যের উদ্যোগে ১ লাখ ৩৭ হাজার টাকা সংগৃহীত হয়। যার মধ্যে থেকে বানভাসি মানুষের জন্যে ২১৫ প্যাকেট খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এছাড়া ৪৮ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। তিন সদস্যের প্রতিনিধি দল বন্যা দুর্গত মানুষের হাতে এই অর্থ ও খাদ্য তুলে দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রবিউল ইসলাম টিপু, আহাদ আলী মুন্না,সৈয়দ মাসুদুর রহমান, আশরাফ হোসেন, মাসুম রহমান প্রিন্স, সূদীপ্ত তুর্য প্রমূখ।