পথের বাজারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

0

 

ফুলবাড়ীগেট সংবাদদাতা॥ নগরীর খানজাহান আলী থানাধীন পথের বাজার চেকপোস্টে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পথের বাজার চেকপোস্ট ইনচার্জ এ তথ্য জানান। শুক্র বিকেল সাড়ে ৪ টার দিকে ফুলতলা থেকে পায়ে হেঁটে খুলনার দিকে এক যুবক যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক হলে দেহ তল্লাশী চালিয়ে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তি বরগুনা জেলার বেতাগী থানার সরিষমুড়ি এলাকার সর্দারবাড়ির আব্দুল মালেকের ছেলে ইসমাইল হোসেন শিমুল। খানজাহান আলী থানার ওসি মো. কামাল হোসেন খান জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদব্য ণিন্ত্রণ আইনে মামলা হয়েছে ।