সাতক্ষীরায় হোমিওপ্যাথিক কলেজের শিক্ষকদের মানববন্ধন

0

 

সাতক্ষীরা সংবাদদাতা ॥ বিভিন্ন দাবিতে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সাতক্ষীরায় ডি.এইচ.এম.এস শিক্ষকরা সাতক্ষীরায় মানববন্ধন করেছেন। রোববার বেলা ১১ টায় ডি.বি.খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা ডি.বি.খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যক্ষ ডা. জাহিদা আক্তার মিতার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রভাষক ডা. সৈয়দ কামরুজ্জামান, প্রভাষক ডা. আমিরুল ইসলাম মুকুল, চিকিৎসক ফজলে মাহমুদ, ডা. ইকরামুল হক, ডা. কামরুল ইসলাম, ডা. আব্দুল্লাহ হাবিব, ইন্টার্ন চিকিৎসক আব্দুল আজিজ, ইন্টার্ন চিকিৎসক ফারজানা মিতা প্রমুখ।