বানভাসিদের সাহায্যার্থে বিএনপির অর্থ সংগ্রহ ঝিকরগাছায়

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট ও সুনামগঞ্জে সৃষ্ট ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয়ে পড়া বানভাসি মানুষের সাহায্যার্থে ঝিকরগাছা উপজেলা বিএনপির পক্ষ থেকে পৌরশহরের বিভিন্ন ব্যবসায়ী ও শ্রেণিপেশার মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে। রোববার বিকেলে অর্থ সংগ্রহ অভিযানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, মোহাম্মদ শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, মুরাদুন্নবী মুরাদ, ইমরান হাসান নিপুন, বিএনপি নেতা কাজী আব্দুস সাত্তার, এনামুল হক, নুর মোহাম্মদ, নুরুজ্জামান বাবলা, জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার, মহিলাদল নেত্রী হিরা মনি, রওফুন নেছা, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, যুগ্ম আহবায়ক আরাফাত কল্লোল, তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, পৌর ছাত্রদলের আহবায়ক শামিম রেজা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইয়ার হোসেন সোহান, কলেজ ছাত্রদলের আহবায়ক আল রেজা সাগর, সদস্য সচিব তানভীর হাসান চয়ন প্রমুখ।
পরে দলীয় কার্যালয়ে মোর্তজা এলাহী টিপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নার্গিস বেগম নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিগত দিনের যেকোনো দুর্যোগে দুর্গত মানুষের পাশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেভাবে মানুষের কল্যাণে আর্তমানবতার সেবায় পাশে দাঁড়িয়েছে সেভাবে সিলেট-সুনমাগঞ্জের বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের সাহায্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।