কলা চুরির ঘটনায় জরিমানা, ৫শ’ গাছই কেটে দিল চোর!

0

লোকসমাজ ডেস্ক॥ মাগুরা সদরে বাগানের কলা চুরির ঘটনায় এক ব্যক্তিকে জরিমানা করার পর ওই বাগানের ৫০০ গাছ কেটে দিয়েছে অজ্ঞাত ব্যক্তি।
সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে ওই বাগানের মালিক রবিউল ইসলাম জানান।
এ ঘটনায় মাগুরা সদর থানায় মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে বলে এসআই সাফিকুল ইসলাম জানিয়েছেন।
রবিউল ইসলামের অভিযোগ, তার বাড়ি থেকে দূরে ৬০ শতক জমি রুবেল নামে স্থানীয় এক কৃষকের কাছে ইজারা দেন তিনি। দুই বছর আগে জমির চারপাশে ২৫০টি মেহগনি চারা রোপন করেন। এদিকে রুবেল জমিতে কলা ও পেঁপে গাছ লাগান।
“বৃহস্পতিবার ওই বাগানের চার কাঁদি কলা চুরি হয়। এই ঘটনায় গ্রামের সালিশে গ্রামের তাছলিমুর রহমান লেলিন নামে এক যুবককে ওই কলা বিক্রির ৮০০ টাকা ফেরত দিতে বলা হয়।”
লেলিন তার এক স্বজনকে নিয়ে সোমবার সন্ধ্যায় জরিমানার ৫০০ টাকা পরিশোধ করেন এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেন বলে জানান রবিউল।
রবিউল বলেন, ফরিদপুর কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট থেকে পড়াশুনা করে চাকরিতে না গিয়ে কৃষিকেই পেশা হিসেবে নেন। কিন্তু এ ধরনের শত্রুতায় তিনি ক্রমেই হতাশ হয়ে পড়ছেন।
তিনি এর সুষ্ঠু তদন্ক ও বিচার দাবি করেন।
মাগুরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে এসআই সাফিকুল বলেন, সরেজমিনে তদন্ত শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে। লেলিন পালাতক রয়েছেন।