পাইকগাছায় মৎস্য গবেষণা ও লোনা পানি কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় মৎস্য গবেষণা ও লোনা পানি কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা হয়েছে। বার্ষিক গবেষণা, অগ্রগতি পর্যালোচনা ও প্রকল্প সম্ভাবনা প্রণয়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। এতে সভাপতিত্ব করেন, লোনা পানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. লতিফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ বিএফআরআই’র পরিচালক ড. মো. খলিলুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয় এফ এম আর টি ডিসিপ্লিনের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আব্দুর রউফ, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. খন্দকার আনিসুল হক ও লোনা পানি কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শফিকুল আলম রুবেল, হাশমি সাকিব, মতিউর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা শাওন আহম্মেদ, মো. মাসুদুর রহমান, মো. মাসুদুর রহমান, মো. আবু নাসের, রিয়াজ মোর্শেদ রঞ্জু, রাফিয়া আফরিন, শাহানাজ পারভীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, প্রাণিসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস প্রমুখ।