ফুলতলায় বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ জব্দ : ব্যবসায়ীকে জরিমানা

0

 

ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলা উপজেলার উত্তরডিহি গ্রামের হাসান মোল্লার (৪০) বসতবাড়ি থেকে সোমবার দুই শতাধিক কার্টন নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট, সিরাপ এবং মিকচার মেশিন জব্দ করা হয়। এ সময় নিষিদ্ধ ট্যাবলেট ও সিরাপ মজুতের অপরাধে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন।
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরিন ফুলতলার উত্তরডিহি গ্রামের জাকির মোল্লার পুত্র হাসান মোল্লার বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জনস্বাস্থ্যের জন্য মারত্মক ক্ষতিকর যৌন উত্তেজক ওষুধ অ্যাপেক্স, ভিগান, ইউনি মেডিসিন, জেনসাসহ বিভিন্ন কোম্পানির দুই শতাধিক কার্টন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দুই লক্ষাধিক টাকা। এ ছাড়া ওই্ বাড়িতে সিরাপ তৈরির মিকচার মেশিনও উদ্ধার করা হয়। পরে জব্দকৃত অবৈধ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপের কার্টনগুলো উপজেলা চত্বরে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা নাজমুস সাকিব শাহিন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মিজানুর রহমান, স্যানটারি ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, গুদাম কর্মকর্তা পল্লব ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন বলেন, অবৈধভাবে যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ তৈরি ও বিক্রি করে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। জনস্বার্থে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।