যশোরের প্রবীণ আইনজীবী হাসান ইমাম আর নেই অনিন্দ্য ইসলাম অমিত ও নার্গিস বেগমের শোক

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের প্রবীণ আইনজীবী শেখ হাসান ইমাম আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত ১ টা ৩০ মিনিটে তিনি শহরের খড়কী স্টেডিয়ামপাড়া বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর । তিনি স্ত্রী , এক ছেলে নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীন আইনজীবী শেখ হাসান ইমামের মৃত্যুর সংবাদ শুনে তার বাসভবনে যান, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এ সময় তিনি মরহুমের শোকাহত স্বজনদের সান্ত্বনা দেন। বাদ যোহর সরকারি এম এম কলেজ মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক,বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, দলের জেলা কমিটির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন,আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মিজানুর রহমান খাঁন, নগর বিএনপির আহ্বায়ক সাবেক পেীর মেয়র মারুফুল ইসলাম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, রফিকুল ইসলাম চেীধূরী মুল্লুক চাঁদ, এহসানুল হক সেতু, জেলা আইনজীবী সমিতির সভাপতি শরীফ নূর আলী রেজা, সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন প্রমুখ। পরে তাকে খড়কি কাসার দিঘী কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শেখ হাসান ইমাম ছিলেন, যশোরের একজন অভিজ্ঞ, মার্জিত ও রুচি সম্মত আইনজীবী পারিবারিক ভাবে তাঁর সাথে আমাদের যেমন সখ্যতা ছিল, তেমনি বিভিন্ন মামলার আইনজীবী হিসেবে সম্পৃক্ততা ছিল। তার মৃত্যতে যশোরের আইন পেশায় যে ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। অনিন্দ্য ইসলাম অমিত ও অধ্যাপক নার্গিস বেগম শেখ হাসান ইমামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদ[ড়না জ্ঞাপন করেন।