পাইকগাছায় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের সাথে মতবিনিময়

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের সাথে সুধি সমাজের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) ড.অমিতাভ সরকার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শাহরিয়ার হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা প্রশাসক অতিরিক্ত এস এম মনিরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, আইনজীবী সমিতির সভাপতি অজিত কুমার মন্ডল,ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, পাইকগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার।