যশোরের খালধার রোডে অপু হত্যায় জড়িতরা আটক হয়নি

0

 

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়া খালধার রোডে হত্যাসহ ৭ মামলার আসামি অনুরাগ ইসলাম অপু হত্যার ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ। তবে ওই ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা এবং আতঙ্ক বিরাজ করছে। অপরদিকে হত্যার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকেও কোতয়ালি থানায় কোনো এজাহার দাখিল হয়নি।
সন্ত্রাসী অপু শহরের বড়বাজার মাছবাজারে মাছের ব্যবসা করলেও মূলত সে ছিলো একজন সন্ত্রাসী। কয়েক বছর আগে মাছবাজার এলাকায় পাপ্পু নামে একজন যুবককে খুন করার পর তার নাম ব্যাপক আলোচিত হয়। তবে সেই সময় পুলিশ তাকে আটকে ব্যর্থ হয়। শুধু হত্যা নয়,নানা সন্ত্রাসী কর্মকা-ের সাথে জড়িত ছিলো সে। সর্বশেষ চলতি বছরেরর ২০ মার্চ সে দুটি বার্মিজ চাকুসহ পুলিশের হাতে ধরা পড়েছিলো। এরপর জামিনে বেরিয়ে আসার পর ফের সন্ত্রাসী কর্মকা- চালিয়ে যেতে থাকে। এরপর গত মঙ্গলবার সকালে নিজ বাসার কাছে বারান্দীপাড়া খালধার রোডে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে খুন হয় অপু।
এদিকে অপু হত্যার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। সন্ত্রাসীরা অন্যত্র আত্মগোপন করে রয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি।
বুধবার বিকেলে কোতয়ালি থানা পুলিশের ডিউটি অফিসার এসআই আ ফ ম মনিরুজ্জামান জানান, অপু হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো এজাহার দাখিল হয়নি। একই কথা বলেছেন থানার ইনসপেক্টর (তদন্ত) শেখ মো. মনিরুজ্জামান।