হেরে বাছাই শুরু বাংলাদেশের

0

লোকসমাজ ডেস্ক॥ র‌্যাঙ্কিংয়ে বিশাল পার্থক্য। বাহরাইন যেখানে ৮৯, সেখানে বাংলাদেশের অবস্থান ১৮৮। বিশাল ফারাকটা বোঝা গেলো মাঠেও। বাহরাইনের বিপক্ষে ২-০ গোলের হার নিয়ে এএফসি এশিয়ান কাপ শুরু হাভিয়ের কাবরেরার শিষ্যদের।

মালেয়শিয়ার কুয়ালামপুরের বুকিত জলিল স্টেডিয়ামে ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে শুরুতে রক্ষণ সামলানোর চেষ্টা করে বাংলাদেশ। তারপরও গোলপোস্ট অক্ষত রাখতে পারেনি।
প্রথমার্ধেই দুই গোল হজম করে বাংলাদেশ। ৩৪তম মিনিটে বাহরাইনকে এগিয়ে দেন আলি হারাম। ৮ মিনিট পর কামিল আল আসওয়াদের গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ থেকে র‌্যাঙ্কিংয়ে ৯৯ ধাপ এগিয়ে থাকা দেশটি।
তবে দ্বিতীয়ার্ধে আর গোল হজম করেনি লাল-সবুজেরা। অবশ্য শোধ দিতে পারেনি। পুরো ম্যাচে দুর্দান্ত কিছু সেভ করেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের অপরিবর্তিত দলই বাহরাইনের বিপক্ষে নামান কোচ কাবরেরো।
আগামী শনিবার এশিয়ান কাপের বাছাইয়ে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তুর্কমিনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মঙ্গলবার তৃতীয় শেষ ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে।