জাতীয় নির্বাচনের আদলে ভোট উৎসব যশোর সদর উপজেলা বিএনপির সভাপতি নূর উন নবী সম্পাদক খোকন

0

 

মাসুদ রানা বাবু॥ গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে উৎসব এবং শান্তিপূর্ন পরিবেশের মধ্য দিয়ে যশোর সদর উপজেলার শীর্ষ চারটি পদের নেতা নির্বাচন করা হয়েছে। নির্বাচিতরা হলেন, সভাপতি মোঃ নূর-উন-নবী, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু। গতকাল মঙ্গলবার টাউন হল মাঠের আলমগীর সিদ্দিকী হলে দ্বি-বার্ষিক কাউন্সিলের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বেলা ২ টা থেকে ভোট গ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। জাতীয় নির্বাচনের আদলে অনুষ্ঠিত হয় সদর উপজেলা বিএনপির কাউন্সিলের ভোট গ্রহণ। ভোটদান কক্ষে স্বচ্চ ব্যালট বক্স, ভোট গ্রহণের গোপন বুথ, হাতের অমোচনীয় কালি, রিটার্নিং কর্মকর্তা ,প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট সবকিছুই ছিল। আগেই তৈরি করা হয় স্বচ্ছ ভোটার তালিকা। বাইরে ছিল ভোটারদের দীর্ঘ লাইন। গণমাধ্যম কর্মী থেকে শুরু করে দলের দায়িত্বশীল নেতাকর্মীদের পর্যবেক্ষণের সুযোগ। ছিল পর্যবেক্ষণ বই। তিন সদস্যের একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনার এই নির্বাচনে দায়িত্ব পালন করেন। নির্বাচনে মোট ৯৯৪ জনের মধ্যে ৯৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে মোঃ নূর-উন-নবী ও কাজী আজম, সাধারণ সম্পাদক পদে আঞ্জুরুল হক খোকন ও রেজাউল ইসলাম কামাল এবং সাংগঠনিক সম্পাদকের দুটি পদে আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, অধ্যাপক আসাদুজ্জামান শাহীন ও ইদ্রিস আলী প্রতিদ্বন্দ্বিতা করেন। কোন বিভেদ কিংবা বিভাজন নয়, প্রতিযোগিতার মধ্য থেকে নেতৃত্ব বাছাইয়ের জন্যে এই নির্বাাচন। এমনটি বলছেন দলটির নেতা কর্মীরা। ভোট গণণা শেষে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ফলাফল ঘোষণা করেন। এই সময় নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থী জয়-পরাজয় ভুলে আগামী দিনে সকলকে সাথে নিয়ে দলকে ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, দলের খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক ও নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার গোলাম রেজা দুলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মিজানুর রহমান খাঁন, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল প্রমুখ।