যশোরে হত্যা মামলার আসামিদের রক্ষায় সংবাদ সম্মেলনে মিথ্যাচার

0

স্টাফ রিপোর্টার ॥ হত্যা মামলার আসামিদের রক্ষায় সংবাদ সম্মেলনে মিথ্যাচার ছড়ালেন এক আসামির পিতা। যশোরের মণিরামপুর উপজেলার ভরতপুর গ্রামের কলেজ ছাত্র ইকরামুল হত্যার অন্যতম আসামি মেহেদীর পিতা আব্দুল কাদের শনিবার প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মিথ্যা তথ্য সরবরাহ করেন। চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে তার ছেলে মেহেদি, ভাইপো আমিনুর, কামরুল, জিয়াউর, গোলাম মোস্তফা সহ বেশ কয়েকজন মিলে কলেজ ছাত্র ইকরামুল হোসেনকে হত্যা করে তার লাশ মাটি চাপা দিয়ে রাখে। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডে নিহতের চাচা আসাদুজ্জান মামলা দায়ের করেন। আমিনুর ও কামরুল আদলতে হত্যার কথা স্বীকার করে। তার স্বাীকারোক্তিতে মোট ৭ জনকে এই মামলায় আসামি করা হয়। বর্তমানে ওই মামলায় আমিনুর, কামরুল, গোলাম মোস্তফা কারাবন্দি। মেহেদি জামিনে, থাকলেও অন্য আসামিরা পালিয়ে বেড়াচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, এই পরিবারটি অনেক দুর্ধর্ষ। তাদের বিরুদ্ধে জোরপূর্বক অন্যের জমি দখলসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। কলেজ ছাত্র ইকরামুল হত্যা কান্ডের পর থেকে পরিবারের সকল সদস্যরা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। তাদের বাড়ি ঘর লুটপাট কিংবা মাঠের বোরো ধান কাটতে বাঁধা দেওয়ার মত কোন ঘটনা ঘটে নি। পুলিশের ভয়ে তারা এলাকায় যেতে পারছে না এবং ধান কাটতে পারছে না। অথচ, গতকাল শনিবার সংবাদ সম্মেলনে আব্দুল কাদের মামলার বাদিসহ তার ভাই নুরুজ্জামান, আব্দুর রউফসহ অন্যদের নামে বাড়িঘর লুটপাট ,বোরো ধান কাটতে বাধা দেওয়ার অভিযোগ তোলেন।