পাচারকৃত অর্থ ফেরত পরিকল্পনা যেন স্থায়ী না হয়

0

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনতে আগামী বাজেটে নির্ধারিত হারে কর দিয়ে এ ধরনের সম্পদ প্রদর্শনের সুযোগ দেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। এর আওতায় বিদেশে স্থায়ী সম্পদ বা নগদ অর্থ আছে অথচ আয়কর ফাইলে প্রদর্শন করা হয়নি, এমন সম্পদ ও অর্থ দেশে ফেরত আনার সুযোগ দেয়া হবে। পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনা, দেশের নাগরিকদের বিদেশে থাকা সম্পদ থেকে রাজস্ব সংগ্রহ ও বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়াতে এমনটা ভাবা হচ্ছে। অর্থমন্ত্রী বলেছেন, যেসব টাকা বিভিন্ন সময়ে দেশ থেকে চলে গেছে, সেসব টাকা ফেরত আসবে বলে আশা করি। বিভিন্ন দেশ এ ধরনের সুযোগ দিয়েছে। ইন্দোনেশিয়া এ সুযোগ দেয়ায় দেশটিতে পাচার হওয়া অনেক টাকা ফেরত এসেছিল। উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারিতে প্রকাশিত গ্লোবাল ফিন্যান্স ইন্টিগ্রিটি’র এক প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ থেকে ২০১৬ পর্যন্ত দশ বছরে ৮১.৭৪ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে। ২০১৫ সালে প্রায় ৫০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। অন্যান্য হিসাব মতে, বিগত দশ বছরে এক লাখ কোটি টাকা পাচার হয়েছে। পাচারকৃত অর্থ কিভাবে ফেরত আনা যায়, এমন প্রক্রিয়ার কথা গত বেশ কিছুদিন ধরে অর্থনীতিবিদরা বলছিলেন। এ ধারাবাহিকতায় অর্থমন্ত্রী আগামী বাজেটে নির্দিষ্ট হারে কর পরিশোধ করে পাচারকৃত অর্থ ফেরত আনার সুযোগ রাখার পরিকল্পনা করেছেন।
কি পরিমাণ অর্থ প্রতি বছর দেশ থেকে পাচার হচ্ছে, তার সঠিক হিসাব পাওয়া মুশকিল। তবে অর্থপাচারের হার যে দিন দিন বাড়ছে, তাতে সন্দেহ নেই। দেশের অর্থনীতির স্বার্থে অর্থপাচার রোধ ও পাচারকৃত অর্থ ফেরত আনার উদ্যোগ নেয়া জরুরি। এতে যে পরিমাণ অর্থ ফেরত আসুক না কেন, তা দেশের অর্থনীতির জন্যই কল্যাণকর হবে। বাজেটে পাচার হওয়া অর্থ ফেরত আনার সুযোগ রাখার পরিকল্পনা করায় আমরা অর্থমন্ত্রী অ.হ.ম মুস্তফা কামালকে কেউ কেউ ধন্যবাদ জানিয়েছে। অর্থনীতিবিদদের অনেকে অবশ্য সুযোগ-সুবিধা দিয়ে পাচারকৃত অর্থ ফেরত আনার পরিকল্পনাকে অনৈতিক বলে আখ্যায়িতা করছেন। তবে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করলে, এ সময় দেশে অর্থ থাকা অত্যন্ত জরুরি। অর্থের প্রবাহ বৃদ্ধির বিকল্প নেই। ইতোমধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে। মানুষের আয় ও খাবার গ্রহণ কমে গেছে। অসংখ্য মানুষ পুষ্টিহীনতার শিকার হচ্ছে। অর্থনীতির এ দুরবস্থা সামাল দিতে এবং ডলার সংকট কাটাতে সরকার অপ্রয়োজনীয় বিলাসী পণ্য আমদানি ৭৫ শতাংশ পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ডলারের দাম স্থিতিশীল রাখার জন্য এক রেট নির্ধারণ করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে ৫ হাজার ডলার বা ৫ লাখ টাকা পর্যন্ত রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে কোনো কাগজপত্র দেখাতে হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এসব সিদ্ধান্ত নেয়ায় কিছুটা হলেও ডলার সংকট মোকাবেলা এবং অর্থনীতিতে ইতিবাচক ফল আশা করা হচ্ছে। সরকার বলছে, অর্থনৈতিক টানাপড়েনের এই পরিস্থিতির মধ্যে ভালো-মন্দ বিষয় নিয়ে ভাবার সময় নেই। আগে অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে হবে। যদি তা না করা হয়, তবে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হলে সে সময় আরও বেশি অনৈতিক কর্মকাণ্ড শুরু হবে। অর্থনীতিতে অরাজকতা দেখা দেবে। তাই, যে কোনো উপায়ে অর্থনীতি সচল রাখতে হবে। অর্থনীতি যদি সচল অবস্থার মধ্যে থাকে, তখন নেতিবাচক দিক নিয়ে আলাপ-আলোচনা করা যাবে। অর্থনীতির ইমার্জেন্সি পরিস্থিতি মোকাবেলায় সম্ভাব্য সকল উদ্যোগ নেয়াই বাঞ্ছনীয়। তবে, সাময়িক এই ব্যবস্থা শেষ পর্যন্ত অর্থ পাচার ফেরত ও ফেরতের স্থায়ী মাধ্যম হলে ক্ষতির দিকটা বড়ই হবে। তাই, সজাগ থেকেই ব্যবস্থা নিতে হবে।