যশোরে ফেনসিডিলের মামলায় এক ব্যক্তির ১০ বছর কারাদণ্ড

0

 

 

 

স্টাফ রিপোর্টার ॥ বুধবার যশোরে ফেনসিডিল সংক্রান্ত একটি মামলায় গিয়াস উদ্দিন নামে একজন আসামিকে ১০ বছর সশ্রম কারাদ- প্রদান করেছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিন বেনাপোলের পুটখালি গ্রামের পশ্চিমপাড়ার মৃত জালাল উদ্দিনের ছেলে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর অ্যাড. এম ইদ্রিস আলী।
মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ১২ জুলাই দুপুরে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পুটখালীতে অভিযান চালিয়ে ব্যাটারিচালিত একটি ভ্যানসহ গিয়াস উদ্দিনকে আটক করেন। পরে ভ্যানে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে বিজিবি নায়েক উজ্জল হোসেন বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ১০ অক্টোবর আসামি গিয়াস উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশের এসআই শফি আহমেদ রিয়েল। মামলায় আসামি গিয়াস উদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন।