চৌগাছায় দুই কেজি গাঁজাসহ আটক ২

0

 

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় বিশেষ অভিযানে দুই কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে চৌগাছা থানা পুলিশ উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের মুরাদ আলীর ছেলে সুমন হোসেন (৩৬), ও একই গ্রামের শহিদুল্লাহর ছেলে মোনায়েম বিল্লাহ (২৯)।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।