আইসিসি’র চেয়ারম্যান বাংলাদেশে আসছেন

0

 

লোকসমাজ ডেস্ক ॥ আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে দুই দিনের সফরে আগামীকাল ২২ মে রোববার বাংলাদেশে আসছেন।
আজ ২১ মে শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেন।
এসময় আইসিসি চেয়ারম্যানের বাংলাদেশ সফরের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ তার সফরের পেছনে কোনো কারণ নাই। আমাদেরও কোনো চাওয়া পাওয়া নাই। উনি দুই দিনের জন্য এখানে আসবেন, থাকবেন। এটা তার সৌজন্যমূলক সফর।’
এরপর জালাল যোগ করেন, ‘ আগামীকাল তিনি এসে শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শন করবেন। আমাদের সঙ্গে ডিনার করবেন, আলাপ আলোচনা করবেন। এর পরদিন শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম সেশন হয়তো মাঠে বসে দেখবেন।’
বার্কলে ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা দেখার ইচ্ছা পোষণ করেছেন। সেই লক্ষ্যেই আসছেন বাংলাদেশে। এখান থেকে তিনি যাবেন ভারতে, দেখবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল ম্যাচ। মূলত আইপিএলের জন্যই দক্ষিণ এশিয়া সফরে আসা হচ্ছে তার। বার্কলের সাথে ভারতে সফর করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও।

এর আগে আইসিসি চেয়ারম্যানের বাংলাদেশ সফর নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আইসিসি চেয়ারম্যান কেন আসছেন আসলে এটা আমিও জানি না। কোনো এজেন্ডা নিয়ে আসছেন না। এর আগে যিনি চেয়ারম্যান ছিলেন তিনিও বাংলাদেশে এসেছিলেন। বর্তমান চেয়ারম্যান ভারতে যাবেন আইপিএল ফাইনাল দেখতে, তাই হয়ত ঠিক করেছেন বাংলাদেশে আসবেন।’

 

আইসিসি’র চেয়ারম্যান বাংলাদেশে আসছেন
লোকসমাজ ডেস্ক ॥ আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে দুই দিনের সফরে আগামীকাল ২২ মে রোববার বাংলাদেশে আসছেন।
আজ ২১ মে শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেন।
এসময় আইসিসি চেয়ারম্যানের বাংলাদেশ সফরের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ তার সফরের পেছনে কোনো কারণ নাই। আমাদেরও কোনো চাওয়া পাওয়া নাই। উনি দুই দিনের জন্য এখানে আসবেন, থাকবেন। এটা তার সৌজন্যমূলক সফর।’
এরপর জালাল যোগ করেন, ‘ আগামীকাল তিনি এসে শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শন করবেন। আমাদের সঙ্গে ডিনার করবেন, আলাপ আলোচনা করবেন। এর পরদিন শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম সেশন হয়তো মাঠে বসে দেখবেন।’
বার্কলে ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা দেখার ইচ্ছা পোষণ করেছেন। সেই লক্ষ্যেই আসছেন বাংলাদেশে। এখান থেকে তিনি যাবেন ভারতে, দেখবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল ম্যাচ। মূলত আইপিএলের জন্যই দক্ষিণ এশিয়া সফরে আসা হচ্ছে তার। বার্কলের সাথে ভারতে সফর করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও।

এর আগে আইসিসি চেয়ারম্যানের বাংলাদেশ সফর নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আইসিসি চেয়ারম্যান কেন আসছেন আসলে এটা আমিও জানি না। কোনো এজেন্ডা নিয়ে আসছেন না। এর আগে যিনি চেয়ারম্যান ছিলেন তিনিও বাংলাদেশে এসেছিলেন। বর্তমান চেয়ারম্যান ভারতে যাবেন আইপিএল ফাইনাল দেখতে, তাই হয়ত ঠিক করেছেন বাংলাদেশে আসবেন।’