বাঘারপাড়ায় বোতল খুলে সয়াবিন তেল বিক্রি,সারের অধিক মূল্য নেয়ায় অর্থদণ্ড

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে বুধবার দুপুরে অভিযান চালিয়ে বোতল খুলে সয়াবিন তেল বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে অর্থদ- প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এছাড়া অধিক মূল্যে সার বিক্রিসহ বিভিন্ন অপরাধে আরও ৩টি প্রতিষ্ঠানকে অর্থদ- প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে একটি টিম নারিকেলবাড়িয়া বাজারের মেসার্স তমা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় সেখানে বোতল খুলে বেশি দামে খোলা সয়াবিন তেল হিসেবে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। এছাড়া বাজারের ভূপতি এন্টারপ্রাইজকে নির্ধারিতের চেয়ে অধিক মূল্যে টিএসপি সার বিক্রির অপরাধে ১০ হাজার টাকা, অননুমোদিত ও আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি প্রসাধনী বিক্রির অপরাধে ভাই ভাই স্টোরকে ৫ হাজার টাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় মা স্টোরকে ৫শ টাকা অর্থদ- প্রদান করা হয়।