কাশিমপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্ব প্রত্যাশীদের মনোনয়নপত্র সংগ্রহ

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনে শীর্ষ তিন পদের বিপরীতে বুধবার ৬ জন নেতৃত্ব প্রত্যাশী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা বিএনপি কার্যালয় থেকে প্রধান নির্বাচন কমিশনার গোলাম রেজা দুলুর কাছ থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। আগামী ২৪ মে মঙ্গলবার জেলা বিএনপি কার্যালয়ে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক এই শীর্ষ তিন পদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।