চৌগাছায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল পৌরসভা একাদশ ও সুখপুকুরিয়ার জয়লাভ

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকেলে সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দু’টি খেলা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ও সুখপুকুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে দিনের প্রথম খেলাটি হয়। নির্ধারিত সময়ের খেলায় কোন দল গোল না করতে পারায় টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৩-০ গোলে হাকিমপুরকে পরাজিত করে বিজয়ী হয় সুখপুকুরিয়া ফুটবল একাদশ।
অপর ম্যাচে অংশ নেয় চৌগাছা পৌরসভা ফুটবল একাদশ ও সিংহঝুলী ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ। খেলার প্রথমার্ধের ২৫ মিনিটে পৌরসভা ফুটবল একাদশের অপু রায়হান চমৎকার শটে গোল করে দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধের খেলায় ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে উঠে পৌরসভা ফুটবল দল এবং ১৭ ও ২১ মিনিটে সাগর হোসেন পর পর দুটি গোল করে (৩-০)। খেলার শেষ সময়ে খেলোয়াড় প্রভু আরও একটি গোল করলে পৌরসভা ৪-০ তে এগিয়ে যায়। বাকি সময়ে আর কোন দল গোল করতে না পারায় ৪-০ বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পৌরসভা ফুটবল একাদশ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আব্দুল মমিন ও লিটন হোসেন। সহকারী রেফারি ছিলেন জিয়াউর রহমান জিয়া ও মোফাজ্জেল।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পিআইও কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র মো. শাহীন, কাউন্সিলর সাহিদুল ইসলাম, আতিয়ার রহমান, উজ্জল হোসেন, সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান হবিসহ অনেকে উপস্থিত ছিলেন।