মোরেলগঞ্জে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

0

মোরেলগঞ্জ সংবাদদাতা॥ বাগেরহাটের মোরেলগঞ্জ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২২-২৩ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় এ সার-বীজ বিতরণ করে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আকাশ বৈরাগীসহ কৃষকরা।
এ কর্মসূচির আওতায় উপজেলার ১৭শ’ কৃষকের মাঝে আউশ ধানের বীজ ৫ কেজি, ডি এ পি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।