চৌগাছার ধূলিয়ানি ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদে নেতা নির্বাচিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চেীগাছা উপজেলার ধূলিয়ানী ইউনিয়ন বিএনপির শীর্ষ তিনটি পদে নেতা নির্বাচন করা হয়েছে। এরা হলেন, সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং সাংগঠনিক সম্পাদক মো. বাবর আলী। এ পত তিনটিতে একাধিক নেতৃত্ব প্রত্যাশী না থাকায় যথাযথ সাংগঠনিক প্রক্রিয়ায় এবং ইউনিয়নের কর্মীদের মতামতের ভিত্তিতে তাদেরকে নির্বাচিত করা হয়। চেীগাছা উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক এবং প্রধান নির্বাচন কমিশনার একে শরফুদ্দেীলা ছোটলু এবং অপর সমন্বয়ক ও নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চি