বেনাপোলে ১৫ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী পুটখালী গ্রাম থেকে ১৫টি স্বর্ণের বারসহ মনিরুল ইসলাম (৩৭) নামে একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ইছামতি নদীর তীরের ২৫ গজ বাংলাদেশ অভ্যন্দরে অভিযান চালিয়ে তাকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মনিরুলের বাড়ি পুটখালী উত্তরপাড়া গ্রামে।
বিজিবি জানায়, গোপনে খবর পাওয়া যায়, এক পাচারকারী স্বর্ণের চালান ভারতে পাচারের জন্য যশোর থেকে বেনাপোলের সীমান্তবর্তী পুটখালী গ্রাম দিয়ে ইছামতি নদীর দিকে নিয়ে যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে ২১ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানভীর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে স্বর্ণসহ মনিরুলকে আটক করে। এগুলোর বাজারমূল্য এক কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।
তানভীর রহমান জানান, এক কেজি ৭৪৯ গ্রাম স্বর্ণসহ মনিরুলকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।