জনগণের সরকার প্রতিষ্ঠার প্রাথমিক শর্ত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার : অনিন্দ্য ইসলাম অমিত

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,বর্তমান দেশে যে সংকট বিরাজমান এর জন্য বর্তমান ভোটারবিহীন অনির্বাচিত সরকার দায়ী। একমাত্র জনগণের সরকারই এই সংকট থেকে উত্তরণ করতে পারে। আর সেই জনগণের সরকার প্রতিষ্ঠার প্রাথমিক শর্ত হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। তাই বিএনপি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন করছে।
শনিবার (১৫ এপ্রিল) সদর উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শহরের চারখাম্বার মোড়ে হোটেল ওরিয়ন চত্বরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনিন্দ্য ইসলাম ইসলাম অমিত তার বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলাম, বিএনপি নেতা আফসার আহমেদ সিদ্দিকী, চৌধুরী শহিদুল ইসলাম নয়ন, শামসুল হুদা, প্রফেসর গোলাম মোস্তফা, আলতাফ হোসেন, আবু সালেহ স্বপনসহ দলের প্রয়াত নেতা-কর্মীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি এসময় আরও বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। তাই স্বৈরশাসকের রক্ত চক্ষুকে উপেক্ষা করে নির্যাতিত নিপীড়িত জনগণের মুক্তির জন্য আন্দোলন করছে। সকল মত পার্থক্য দূরে ঠেলে দেশ ও জনগণের স্বার্থে বিএনপি ঐক্যবদ্ধ। জনগণের অধিকার আদায় করতে গিয়ে দলের অসংখ্য নেতা-কর্মী স্বৈরাচারের তপ্ত বুলেটে জীবন দিয়েছেন। অনেকে পঙ্গুত্ব ও কারাবন্দি জীবন কাটাচ্ছেন। তারপরও জনগণের মুক্তির লক্ষ্যে বিএনপির আন্দোলন থেমে নেই। জনগণের মুক্তি না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।
পরে অনিন্দ্য ইসলাম অমিত সদর উপজেলা বিএনপির শহীদ পরিবারের সদস্যদের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী প্রদান করেন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আজম।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দার হোসেন, মীর নূর ইমাম, যুবদল নেতা তানভীর রায়হান তুহিন, স্বেচ্ছাসেবক দল নেতা রাজু আহমেদ, ছাত্রদল নেতা আলমগীর হোসেন লিটন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. জাফর সাদিক, আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সিরাজুল ইসলাম, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, বিএনপি নেতা আলা উদ্দিন,আসাদুজ্জামান শাহীন, সাবেক পৌর কাউন্সিলর সন্তোষ দত্ত ,নাসিব যশোরের সভাপতি সাকির আলী, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু।
এছাড়া আগের দিন শুক্রবার শহরের ঘোপ মাহমুদুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখা ও উপশহর ইউনিয়ন বিএনপির আয়োজনে বি ব্লক বাজারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
৩ নম্বর ওয়ার্ড শাখার আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির মালিক, সাংগঠনিক শাহ আলম।
উপশহর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সভাপতি আবু হোসেন ও সাধারণ সম্পাদক আলী কদর প্রমুখ।
অপরদিকে কুয়াদা (যশোর) সংবাদদাতা জানান, যশোর সদরের রামনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মীসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজারহাটে রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সম্পাদক কাজী আজম, বর্তমান সাধারণ সম্পাদক আঞ্জুারুল হক খোকন, আবদার খান, অধ্যাপক আসাদুজ্জামান শাহিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, রামনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন, মিজানুর রহমান বাবলু, মাসুদুর রহমান শামীম, সিরাজ মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহম্মেদ,সদর উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হালিমা লতিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রেজাউল করিম, বিএনপি নেতা রাকিবুজ্জামান, আবু সাঈদ, মোজাহার আলী, ছাত্রনেতা আলমগীর হোসেন লিটনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।