স্মৃতিকার অভিষেকের স্ত্রী

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা অভিষেক চ্যাটার্জি। গত ২৩ মার্চ দিবাগত রাতে মারা যান তিনি। ৫৭ বছর বয়সে তার এই চলে যাওয়া অনেকেই মেনে নিতে পারেননি। বিশেষ করে তার স্ত্রী সংযুক্তা চ্যাটার্জি ও কন্যা সাইনা ভীষণবাবে ভেঙে পড়েছেন।স্বামী হারানোর যন্ত্রণা বুকে চেপে মেয়েকে গড়ে তুলতে চান অভিষেকের স্ত্রী। মাঝেমধ্যেই হাতড়ে বেড়াচ্ছেন প্রয়াত স্বামীর স্মৃতি। অভিষেকের একটি সাক্ষাত্কার সম্প্রতি ফেসবুকে শেয়ার করেছেন নস্টালজিক সংযুক্তা। বিয়ের ৬ মাস পর এই সাক্ষাত্কার দিয়েছিলেন অভিষেক।
দাম্পত্য জীবন নিয়ে ১৪ বছর আগে অভিষেক বলেছিলেন—‘আর পাঁচটা নারী-পুরুষের সংসার যেভাবে চলে, আমাদেরটাও ঠিক একইভাবে বয়ে চলেছে সুখ-দুঃখের জোয়ার-ভাটায়। তবে সংযুক্তা ভীষণ ম্যাচিওরড।’ পরের জন্মে কী হয়ে জন্মাতে চান এমন এক প্রশ্নের জবাবে অভিষেক বলেছিলেন, ‘অভিষেক হয়েই জন্মাতে চাই আর স্ত্রী হিসেবে সংযুক্তাকেই পেতে চাই।’
পুরোনো এই সাক্ষাত্কার শেয়ার করে সংযুক্তা ক্যাপশনে লিখেছেন, ‘এগুলো সবই এখন স্মৃতি। আমি ওর মূল্যবোধগুলো আঁকড়ে ধরে বাঁচব। আমার কাঁধে ও যে দায়িত্ব ছেড়ে দিয়ে গিয়েছে সেসব দায়িত্ব পালন করব। আমাদের মেয়ে ডলকে ভালোভাবে মানুষ করে তুলব।’
২০০৮ সালের ৯ জুলাই বিবাবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক-সংযুক্তা। পারিবারিক আয়োজনে সাত পাকে বাঁধা পড়েছিলেন তারা। এ দম্পতির সাইনা নামে একটি কন্যা সন্তান রয়েছে।