এলগার বললেন বাংলাদেশই স্লেজিং করেছিল!

0

লোকসমাজ ডেস্ক॥ ডারবান টেস্টে স্লেজিংয়ের শিকার হওয়ার অভিযোগ করেছিলেন মুমিনুল হক। দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ অধিনায়ক অবশ্য অভিযোগের বিষয়টি উড়িয়ে দিয়েছেন। কিন্তু শেষ টেস্টের আগে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ডিন এলগার পাল্টা অভিযোগ করে বলেছেন, একই দোষে দুষ্ট ছিল সফরকারীরাও। অর্থাৎ মুমিনুলরাও স্লেজিং করেছিলেন। তবে বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এলগার দাবি করেছেন, তারা নাকি বাংলাদেশের স্লেজিংয়ের জবাব-ই দিচ্ছিলেন, ‘আমার মনে হয় না ওরাও ন্যায়সঙ্গত কিছু করেছে। আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলি। যদি কিছু হয়ে থাকে, আমরা আসলে তা ফিরিয়ে দিচ্ছিলাম। কারণ, ব্যাটিংয়ের সময় আমরাও এমন কিছুর মুখোমুখি হয়েছি।’
তবে দ্বিতীয় টেস্টের আগে এলগার মনে করিয়ে দিলেন, ‘এটাই টেস্ট ক্রিকেট। এখানে সবসময় একটা পৌরুষদীপ্ত আবহ বিরাজ করে। আমি খেলাটা সেভাবেই খেলার চেষ্টা করি। তবে আমরা কোনও ধরনের বাজে ভাষা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ব্যবহার করিনি। আমরা তাদের শ্রদ্ধা করি। আমরা আসলে ওদের কাছ থেকে যা পেয়েছি, সেটাই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তবে ওদের মানসিকভাবে আরও কঠোর হওয়া প্রয়োজন। হয়তো ক্রিকেটের এই পর্যায়ে এভাবে ওরা খেলতে অভ্যস্ত নয়।’ তিনি এরপর আরও জোর দিয়ে বলেছেন, স্বাগতিক ক্রিকেটাররা কোনোভাবেই মাত্রা ছাড়ায়নি। পরে অবশ্য এলগারের কথার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া চাওয়া হয় মুমিনুলের কাছে। বাংলাদেশ অধিনায়ক অভিযোগের বিষয়ে বলেছেন, ‘আমি স্লেজিং নিয়ে কোনও অভিযোগ করিনি। ক্রিকেটে স্লেজিং হয়েই থাকে। আপনাকে সেটা গ্রহণ করতে জানতে হবে। মনে হয় আপনারা আমার কথাগুলো ভুলভাবে নিয়েছেন।’