মেডিক্যালে ভর্তির ফল প্রকাশ: দেশ সেরা খুলনার মিম

0

লোকসমাজ ডেস্ক॥ সারা দেশে মেডিকেলের (এমবিবিএস) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে খুলনার মেয়ে সুমাইয়া মোসলেম মিম। সে লিখিত পরীক্ষায় মোট ১০০ নম্বরের মধ্যে ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছে। মিম ১ এপ্রিল খুলনা মেডিকেল কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেয়। তার বাবা মোসলেম উদ্দিন সরদার পেশায় একজন কলেজ শিক্ষক। মা খাদিজা খাতুন সরকারি চাকরি করেন। খুলনার ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নের আরাজি এলাকার মেয়ে মিম। পরিবারের সাথে তিনি বর্তমানে খুলনা শহরের মৌলভিপাড়ার টিবি বাউন্ডারি রোডে বসবাস করেন।


কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মিম খুবই খুশি। সে জানিয়েছে, এমন ফলাফলের জন্য সে মহান আল্লাহপাকের দরবারে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে। বাবা মা ও শিক্ষকবৃন্দের দোয়া এবং কঠোর অধ্যাবসায় এর কারণে এমন ফলাফল অর্জন সম্ভব হয়েছে। সে আরো জানায়, ২০১৯ সালে যশোর বোর্ডের অধীনে ডুমুরিয়া গার্লস স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। ২০২১ সালে একই বোর্ডের অধীনে সরকারি এমএম সিটি কলেজে থেকে এইচএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ পায়। তার জীবনের লক্ষ্য, একজন ভাল চিকিৎসক হওয়া এবং গরীব দু:খি রোগিদের বিনামূল্যে সেবা দেয়া।
সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। দুপুরে রাজধানীর মহাখালীতে পুরাতন স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ফলাফল প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এ বছর পরীক্ষায় পাস করেছে ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। ফলাফল অনুযায়ী, সরকারি কলেজে এক হাজার ৮৮৫ জন ছাত্র এবং দুই হাজার ৩৪৫ জন ছাত্রী ভর্তি হতে পারবেন। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd/) ফল পাওয়া যাচ্ছে। ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর পেয়েছে মেয়ে। গত শুক্রবার (১ এপ্রিল) এমবিবিএস (২০২১-২২ শিক্ষাবর্ষের) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৯টি কেন্দ্রের মোট ৫৭টি ভেন্যুতে এক ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলোর মধ্যে ১৮টি মেডিক্যাল ও একটি ছিল ডেন্টাল কলেজ।