উত্তরপ্রদেশে যোগীর রেকর্ড

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় বার শপথ নিলেন বিভিন্ন ইস্যুতে আলোচিত-সমালোচিত যোগী আদিত্যনাথ। শুক্রবার (২৫ মার্চ) লখনৌয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথগ্রহণ করেন তিনি। জানা গেছে, ৩৭ বছরের মধ্যে এই প্রথম উত্তরপ্রদেশে কোনো মুখ্যমন্ত্রী টানা দুইবার শপথ নিলেন। ফলে উত্তরপ্রদেশে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করলো বিজেপি। তার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এছাড়াও ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির কলাকুশলীরাও উপস্থিত ছিলেন। সব মিলিয়ে যোগীর শপথগ্রহণ অনুষ্ঠানে ছিল তারকাদের ব্যাপক উপস্থিতি। এদিকে ভোটে হেরে গেলেও যোগীর ডেপুটি হিসেবে দ্বিতীয়বার শপথ নেন কেশব মৌর্য। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ব্রজেশ পাঠকও। লখনৌয়ের একানা স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল থেকেই এই শপথ গ্রহণের আয়োজন শুরু হয়। তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুলায়ম সিং যাদব, অখিলেশ যাদব ও মায়াবতীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। যোগীর ক্যাবিনেটে ১৬ জন মন্ত্রী স্থান পেয়েছেন। প্রায় ২০ হাজার মানুষের উপস্থিতিতে শপথ নেয় উত্তরপ্রদেশ মন্ত্রিসভা। এদিন শপথ নিয়েছেন পাঁচ জন নারী মন্ত্রীও। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংখ্যালঘু মধ্যে থেকে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন দানিশ আজাদ আনসারি। প্রতিমন্ত্রী হিসাবে উত্তরপ্রদেশ বিধানসভায় জায়গা করে নিলেন তিনি। এর আগে মহসিন রাজা যোগীর মন্ত্রিসভার সংখ্যালঘু মন্ত্রী ছিলেন। যোগীর মন্ত্রিসভায় ২৭ জন নতুন মুখ রয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা দ্বিতীয়বার উত্তরপ্রদেশের ক্ষমতায় ফিরেছে বিজেপি। ২৫৫টি আসন জিতেছে তারা। বিজেপির শরিকরা ১৮টি আসন জেতায় মোট ২৭৩টি আসনে জিতেছেন এনডিএ প্রার্থীরা। গেরুয়া ঝড়ে কার্যত উড়ে গেছে বিরোধীদের যাবতীয় প্রতিরোধ। দ্বিতীয় স্থানে থাকা সমাজবাদী পার্টির প্রার্থীরা মাত্র ১১১টি আসনে জিততে পেরেছেন।