ইতিহাস তৈরি করলেন তাপসী

0

লোকসমাজ ডেস্ক॥সম্প্রতি ‘সাবাশ মিঠু’র টিজার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমে শেয়ার করেন অভিনেত্রী তাপসী পান্নু। সেখানে লেখেন, জেন্টেলম্যানদের খেলায় ইতিহাসকে নতুন করে লেখার পথেই হাঁটলেন না। নিজেই ইতিহাস তৈরি করলেন। ‘শেরনি’র বাঙালি অভিনেত্রী সৃজিতের ‘সাবাশ মিঠু’তে মিতালী রাজকে দেখানো হলো একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে যিনি একদিনের ম্যাচে পর পর সাতটা হাফ সেঞ্চুরি করেছেন, চারবার বিশ্বকাপে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন এবং সর্বকনিষ্ঠ ক্রিকেটার যার দখলে রয়েছে টেস্ট ম্যাচে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড। দীর্ঘ ২৩ বছর ক্রিকেট খেলেছেন মিতালী রাজ। টিম ‘সাবাশ মিঠু’-র সঙ্গে ম্যাচ দেখে উচ্ছ্বসিত সৃজিত। টিজার সামনে আসতে তাপসী পান্নুকে প্রশংসায় ভাসিয়ে দেন ভক্তরা। বোনের কাজে উচ্ছ্বসিত তাপসীর বোন শগুন পান্নু।
একজন ক্রিকেটারের জীবনের নানা টানাপড়েন, ওঠা পড়ার গল্প বলবে এই ছবি।
গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বিজয় রাজকেও। প্রিয়া আভেনের লেখা গল্পের পরিচালনার দায়িত্বে রয়েছেন বাংলার ঘরের ছেলে সৃজিত মুখোপাধ্যায়। এতদিন ইন্ডাস্ট্রির পুরুষ মহল স্পোর্টস ড্রামায় শোরগোল তৈরি করেছেন। এবার সেই দুর্গে ঢুকে পড়লেন তাপসী। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে সিনেমাটির একটি ছবি পোস্ট করে নিজেই তাপসী লেখেন, ঝড়ের আগের নিস্তব্ধতা। সেই সঙ্গে হিন্দিতে যে বার্তা দিলেন, তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ও কারও কথা শোনে না, নিজের মনের কথায় চলে… এটা একটা বড় ব্যাপার। শুধু তাপসী নয়, এই ছবিতে দেখা যাবে মুমতাজ সরকারকেও। শোনা যাচ্ছে,
ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রে দেখা যাবে মুমতাজকে। ক্রিকেট না বুঝলেও প্রতিদিন কঠোর পরিশ্রম এবং প্রশিক্ষণ নিয়ে নিজেকে এই চরিত্রের উপযুক্তভাবে গড়ে তুলতে চাইছেন মুমতাজ- এমনটাই জানিয়েছিলেন অভিনেত্রী। এই ছবির জন্য ফিটনেসের ওপর বাড়তি নজর দিয়েছেন তাপসী পান্নু। অভিনেত্রীকে দেখে ফ্যানরা পুরো ফিদা। নিজেকে এই ছবির জন্য অনেকটাই তৈরি করেছেন তাপসী। ছবি দেখেও তা স্পষ্ট। তার পোস্টের কমেন্ট সেকশনে প্রশংসার বন্যা। তার অসাধারণ ট্রান্সফর্মেশনকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। ইতিমধ্যেই ‘সুরমা’, ‘সাঁড় কী আঁখ’, ‘রেশমি রকেট’-এর মতো একাধিক স্পোর্টস বায়োপিকে অভিনয় করে ফেলেছেন এই জনপ্রিয় বলি-অভিনেত্রী।