ইউক্রেন হয়ে এখনও ইউরোপে গ্যাস সরবরাহ করছে রুশ কোম্পানি

0

লোকসমাজ ডেস্ক॥ রাশিয়ার জ্বালানি জায়ান্ট কোম্পানি গাজপ্রোম জানিয়েছে, এখনও তারা ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে। গাজপ্রোমের দাবি, ইউরোপের ক্রেতাদের অনুরোধেই তার ইউক্রেনের মধ্য দিয়ে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে। কোম্পানিটি আরও দাবি করেছে, তারা শুধু মার্চ মাসেই ইউরোপ থেকে ১০৮ মিলিয়ন কিউবিক গ্যাস সরবরাহের অনুরোধ পেয়েছে। এরমধ্যে ১০৪ মিলিয়ন কিউবিক গ্যাস ২ মার্চের মধ্যে সরবরাহ করা হয়েছে।
এদিকে ক্রামাত্রোস্কে শহরে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করেছে রাশিয়া, এমন অভিযোগ করেছে ইউক্রেন। সোমবার এক ফেসবুক পোস্টে ইউক্রেনের পুলিশ প্রধান ওলেকসি বিলোচিতস্কি বলেন, ‘তুমিও ফসফরাসে বোমার ঝলসে যেতে পারো।’ ইউক্রেনের কর্মকর্তারা আরও কয়েকবার একই অভিযোগ করেছেন। তাদের অভিযোগ মস্কো ফসফরাস বোমা ব্যবহার করছে। যার কারণে আগুণ বিস্তৃর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে। ১৯৭৭ সালে জেনেভা কনভেনশনে যুদ্ধ বা সংঘর্ষে ফসফরাস বোমা নিষিদ্ধ করা হয়।
সূত্র: আল জাজিরা