শরণখোলায় হরিণের চামড়া দিয়ে প্রতিপক্ষকে ফাসাঁনোর অভিযোগ

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ শরণখোলায় বসতঘরে হরিণের চামড়া রেখে এক জেলেকে ফাসাঁনোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মধ্য সোনাতলা গ্রামের মৃত ছোমেদ মুন্সির ছেলে সুমন মুন্সির বাড়িতে। জানা যায়, গত ১১ মার্চ দুপুরে সুমন মুন্সি মাছ ধরার কাজে নদীতে অবস্থান করছিলেন। তখন তার স্ত্রীও বাড়িতে ছিলেন না। এমন সময় পূর্ব সুন্দর বনের শরণখোলা স্টেশন অফিসার তার ঘরে ঢুকে তল্লাশি চালিয়ে চামড়া দুটি উদ্ধার করেন। এ ঘটনায় সুমন মুন্সি সাংবাদিকদের বলেন, প্রতিবেশী শত্র“পক্ষ তাকে ফাঁসাতে গোপনে ঘরের ভেতরে হরিণের চামড়া দুটি রেখে বনবিভাগকে জানায়। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল্লাহ বলেন, সোনাতলা গ্রামের একটি বাড়ি থেকে দুটি হরিণের চামড়া উদ্ধারের ঘটনা তিনি শুনেছেন। তবে এটা ষড়যন্ত্রমূলক কিনা তা সঠিক অনুসন্ধান করে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে স্টেশন কর্মকর্তাকে ।