ঝিকরগাছায় অসহায় মানুষের পাশে ক্রিকেটার সৈয়দ রাসেল

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ চলমান করোনাভাইরাস মোকাবেলায় নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়ার ঝিকরগাছার সন্তান সৈয়দ রাসেল। ইতিমধ্যে তিনি ব্যক্তিগত উদ্যোগে পৌর সদরের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দিনমজুর নিম্নআয়ের মানুষ যেমন সুইপার কলোনি, ঋষিপল্লী, ভ্যানচালক, হকারসহ বিভিন্ন শ্রেণিপেশার ৬ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা করেছেন। বর্তমান সঙ্কটময় সময়ে মানুষের পাশে দাঁড়াতে পরিবার থেকে কিছুটা দূরে থাকছেন সাবেক এই খেলোয়াড়।
জানা গেছে, চলমান করোনাভাইরাসের কারণে দেশজুড়ে যখন স্থবিরতা নেমে এসেছে। সরকার কর্তৃক বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ, অফিস-আদালত। অধিকাংশ জেলা ও বিভাগ বর্তমানে লকডাউন অবস্থা। সবাই নিজেকে ঘরবন্দি করে রেখেছেন। এমন সময়ে মানুষের পাশে দাঁড়াতে পরিবার থেকে কিছুটা দূরে থাকছেন ক্রিকেটার সৈয়দ রাসেল। জানতে চাইলে বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের হয়ে ৬ টেস্ট ও ৫২ টি ওয়ানডে খেলা সৈয়দ রাসেল বলেন, তিনি বাইরে থেকে পরিমাণে কম হলেও নিম্নআয়ের মানুষের পাশে থাকতে পারছেন বলে খুশি। তিনি প্রথম দফায় ৫ শতাধিক পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। পরবর্তীতে আরো এক শ প্যাকেট প্রস্তুত করেছেন। প্রতিটি প্যাকেটে চাল, আলু, আটা ও ডাল দেয়া হয়েছে। পরের ধাপে হ্যান্ড স্যানিটাইজার ও সাবানও রাখা হয়েছে। তিনি বলেন, বেসরকারিভাবে সাহায্য দেয়ার পাশাপাশি সরকারি অনুদান স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন যদি সঠিকভাবে বিতরণ করতে পারে তাহলে কোন মানুষ কষ্টে থাকবে না।