চুকনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশু মুকিত (৫) উপজেলার চাকুন্দিয়া গ্রামের মিলন শেখের ছেলে। পারিবারিক সূত্র জানায়, দুপুর ১টার দিকে মুকিত মাকে বলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। ফিরতে দেরি হওয়ায় স্বজনরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে স্থানীয়রা পুকুরে নেমে দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।