বনরক্ষী স্বামীর মারধরে আহত আনোয়ারা বেগম হাসপাতালে

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বনরক্ষী স্বামীর মারধরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আনোয়ারা বেগম। দীর্ঘদিনের নির্যাতনের প্রতিবাদ করে বিচারের দাবি জানালে স্বামী সোমবার দুপুরে তাকে মারধর করে। পুলিশ আহত গৃহবধূকে উদ্ধার করার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বজনরা জানান, পূর্ব সুন্দরবন বিভাগের দুবলা জেলে পল্লীতে কর্মরত বনরক্ষী (বিএম) আবু হানিফ মাতুব্বরের (৫০) সাথে মোংলার আনধারিয়া গ্রামের আনোয়ারা বেগমের কয়েক মাস আগে বিয়ে হয়। বিয়ের পরে তারা শরণখোলা ও মোংলায় বাসা ভাড়া করে সংসার করলেও সম্প্রতি স্বামী হানিফ ওই গৃহবধূর ওপর যৌতুক দাবিসহ নানা অজুহাতে নির্য়াতন চালাতে থাকে। এক পর্যায়ে এ নিয়ে আনোয়ারা বেগম তার স্বামীর বিরুদ্ধে সুন্দরবন বিভাগের উর্ধতন কর্মকর্তাদের কাছে অভিযোগ দেন। এ অভিযোগের বিষয়ে শুনানীর জন্য বনবিভাগের শরণখোলা রেঞ্জ অফিসে সোমবার সকালে ডাকা হয়। কিন্তু শেষ পর্যন্ত শুনানী পিছিয়ে দেয়ায় গৃহবধূ বাবার বাড়ি মোংলায় ফিরে যাচ্ছিলেন। পথিমধ্যে স্বামী ওই গৃহবধূকে মারধর করেন। খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে। এ ঘটনায় শরণখোলা থানায় গৃহবধূর পক্ষ থেকে একটি অভিযোগ দেয়া হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত বনরক্ষী হানিফ মাতুব্বরের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ অস্বীকার করেন।