ফুলতলায় যুবলীগের আলোচনা সভা

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফুলতলা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শনিবার আলোচনা সভা হয়েছে। ইউনিয়ন যুবলীগের সভাপতি মোল্যা সোহাগের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. তারিক হাসান মিন্টু। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কাজী আশরাফ হোসেন আশু, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলী আজম মোহন ও উপজেলা যুবলীগ সভাপতি এস কে আলী ইয়াছিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শহিদুল্লাহ প্রিন্স, উদয় শংকর কুন্ডু, শেখ মনিরুল ইসলাম, মুন্সী গোলাম সরোয়ার, শেখ আসলাম হোসেন, শফিকুল ইসলাম পিন্টু। পরে কেক কাটা হয়।