তালায় ক্ষুদে ফুটবলারদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ

0

তালা (সাতীরা) সংবাদদাতা ॥ তালায় সোমবার উদীয়মান ক্ষুদে ফুটবলারদের মাঝে নিজ উদ্যোগে ক্রীড়াসামগ্রী বিতরণ করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। এ সময় তিনি তালা কাবের জুনিয়র ফুটবল দল, মাদরা ফুটবল একাদশ ও তালা মহাল্লাপাড়া জুনিয়র ফুটবল একাদশের ক্ষুদে ফুটবলারদের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করেন। তালা মহাল্লাপাড়া জুনিয়র ফুটবল একাদশের ফুটবলার তানজীম নাভিদ তুর্য ক্রীড়া সামগ্রী পেয়ে বলেন, ভবিষ্যতে তারা মেসি-রোলানদোর মতো হয়ে বাংলাদেশের নেতৃত্ব দিতে চান। তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার বলেন, দক্ষ ও আন্তর্জাতিক মানের ফুটবলার গড়ে তুলতে হবে। কোমলমতি শিশু-কিশোরদের মাদকের বিষাক্ত ছোবল থেকে নিরাপদ রাখতে হবে। ক্ষুদে খেলোয়াড়দের সঠিক গাইড লাইন, প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী ও খেলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।