নড়াইলে গুরুচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

0

নড়াইল অফিস॥ নড়াইলে হরিগুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে গুরুচাঁদ ঠাকুরের ১৭৬তম জন্মজয়ন্তী উপলক্ষে লীলামৃত প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার বিকেলে নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রুপগঞ্জ ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোপ মাঠে গিয়ে শেষ হয়। হরিগুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল সদর উপজেলা কমিটির সভাপতি মতুয়া রুপকুমার মজুমদারের সভাপতিত্বে জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। বিশেষ অতিথি ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, মতুয়া মিশনের কেন্দ্রীয় সহ-সভাপতি, জনতা ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক (অব.) মতুয়া রতœ বলদেব বিশ্বাস, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অসীম পাল ও সমাজসেবক মিনতি রাণী বোস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক অশোক কুন্ডু, অধ্যাপক গৌর গাইন, বিমল কৃষ্ণ দাস, রমেশ অধিকারী, সমরেশ মজুমদার, শ্যামল বিশ্বাস বিজন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মতুয়া মিশন সদর উপজেলা কমিটির সেক্রেটারি সঞ্জিত রাজবংশী। র‌্যালি শেষে সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোপ মাঠে বন্দনা পাঠের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। হিন্দু সম্প্রদায়ের মতুয়া ভক্ত হাজার হাজার নারী-পুরুষ ঢাক-ঢোল পিটিয়ে দলবদ্ধভাবে গুরুচাঁদ ঠাকুরের ১৭৬ তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগদান করেন। উল্লেখ্য, হরিগুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল সদর উপজেলা কমিটির সভাপতি মতুয়া রুপকুমার মজুমদার ব্যক্তিগত পর্যায়ে তহবিল সংগ্রহ করে গত তিন বছর যাবত ১১টি শ্রী শ্রী হরি নীলামৃত স্কুলের শিক্ষকের বেতন এবং তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই-খাতাসহ শিক্ষা উপকরণ সরবরাহ করে আসছেন।