মনিরামপুরে দোকানির মরদেহ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে একটি মৎস্য খামার থেকে বিল্লাল হোসেন (৪৫) নামে এক মুদি দোকানির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। শনিবার সন্ধ্যার পর লক্ষনপুর গ্রামের একটি মৎস্য খামারে বিল্লালের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ সেখান থেকে মরদেহটি উদ্ধার করে। বিল্লাল হোসেন চালুয়াহাটি ইউনিয়নের লক্ষনপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে। বিল্লাল হোসেনের স্ত্রী আমেনা খাতুনসহ এলাকাবাসী জানান, নেঙ্গুড়াহাট বাজারে তার (বিল্লাল হোসেন) একটি মুদি দোকান ছিল। ব্যবসা করতে গিয়ে তিনি বেশ ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার বিকেলে এ নিয়ে স্ত্রীর সাথে বিল্লালের বেশ কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। রাতে বিল্লাল হোসেন বাড়িতে ফেরেননি। শনিবার সন্ধ্যার দিকে গ্রামের উজ্জল নামে এক ব্যবসায়ীর মৎস্য খামারে বিল্লালের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। পরে পুলিশ সেখান থেকে মরদেহটি উদ্ধার করে। অবশ্য মৎস্য খামারের পাড় থেকে পুলিশ বিল্লালের একটি মোবাইল ফোন সেট ও কীটনাশকের মড়ক উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে. স্ত্রীর ওপর অভিমান করে কীটনাশক পানে বিল্লাল হোসেন আত্মহত্যা করতে পারেন। মনিরামপুর থানা পুলিশের ওসি নূর ই আলম সিদ্দিকী জানান, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুরহস্য উদঘাটিত হবে।