মিজানুর রহমান তোতার কাব্যগ্রন্থ ‘দিবানিশি স্বপ্নের খেলা’র প্রকাশ

0

স্টাফ রিপোর্টার॥ মিজানুর রহমান তোতা একটানা চার দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত। সাংবাদিকতার উপরে তার ‘মাঠ সাংবাদিকতা’ এবং আত্মজৈবনিক গ্রন্থ ‘তবিত বিবেক’ দু’টি গ্রন্থ ইতিপূর্বে খুবই সমাদৃত হয়েছে। অবিভক্ত যশোর সাংবাদিক ইউনিয়ন ( জেইউজে) ও প্রেসকাব যশোরের সাবেক সভাপতি দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি প্রথিতযশা এই সাংবাদিক সাহিত্যচর্চা করেন বহুদিন। তার অসংখ্য কবিতা দেশে-বিদেশের পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তার সমগ্র কবিতার মধ্য থেকে নির্বাচিত ৮০টি কবিতা নিয়ে ‘দিবানিশি স্বপ্নের খেলা’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে। অন্বয় প্রকাশ থেকে প্রকাশিত কাব্যগ্রন্থটিতে বৈচিত্রপূর্ণ সুন্দর কবিতার মিলন ঘটিয়েছেন কবি। কাব্যগ্রন্থে অসাধারণ প্রানবন্ত উপস্থাপনায় সমাজের নানা বিষয়, প্রেমস্রোত, ভালোবাসা, সুখস্মৃতি, মায়াভরা নিবেদন, ব্যাথা-বেদনা, নানা রঙের খেলা, স্বপ্নের ভেলা, দ্রোহ ও গ্রাম মাঠের বর্ণনার মিশ্রণে অভিনবসব কবিতা রয়েছে। কবি তার প্রতিটি কবিতায় শব্দের মালা গেঁথেছেন, তৈরি করেছেন ছন্দের নূপুর।