যশোরে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মতিথি ও দোলযাত্রা উদযাপিত

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৭তম জন্মতিথি ও দোলযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। শুক্রবার গৌরপূর্ণিমা তিথিতে সনাতন ধর্মীয় নানা আচার অনুষ্ঠান শেষে আবিরে-আনন্দে আলোচনাসভা, নৃত্য, পূজা-হোমযজ্ঞে উদযাপিত হয়েছে দোল পূর্ণিমা। এদিন সকালে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে এ উপলক্ষে আলোচনাসভা, মঙ্গল শোভাযাত্রা ও রঙের উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘এসো ঋত-ঋদ্ধির পথে’ এমন আহ্বান জানিয়ে কলেজের উদ্ভিদ বিজ্ঞান ভবনের তৃতীয় তলা হলরুমে অনুষ্ঠিত এ আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন। প্রধান আলোচক ছিলেন সরকারি সিটি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অলোক বসু। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমাজের কথার যুগ্মবার্তা সম্পাদক প্রণব কুমার দাস ও বৃহত্তর যশোর জেলা সনাতন বিদ্যার্থী সংসদের আহ্বায়ক বিদ্যুৎ দে। সভাপতিত্ব করেন সনাতন বিদ্যার্থী সংসদ যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ শাখার সত্যজিৎ মজুমদার। সভা শেষে ক্যাম্পাসে বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের হয়। এরপর দোলপূর্ণিমার মূল আকর্ষণ পরস্পরকে আবির মাখিয়ে উৎসব উদযাপন করা হয়। এছাড়া জেলার বিভিন্ন স্থানে ও মন্দিরে রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবিরের রঙে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রা বের করা হয়। এরপর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রঙ খেলেন। দোল পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এ উৎসবে ভক্তরা সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় ও অন্যায়ের বিনাশ প্রার্থনা করেন। যশোর সিদ্ধেশ্বরী কালী মন্দির, নীলগঞ্জ মহাশ্মশান, বেজপাড়া পূজা সমিতি মন্দির, পশ্চিমবারান্দী নাথ পাড়া সার্বজনীন মন্দিরসহ পাড়া মহল্ল¬া ও বাড়িতে বাড়িতে দোল পূজার আনুষ্ঠানিকতা পালন হয়েছে। শাস্ত্র মেনে রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবিরের রঙে রাঙিয়ে পূজা ও কীর্তনাদি করা হয়।