নওয়াপাড়ায় ইউএস বাংলার অফিস উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর ( যশোর ) ॥ যশোরের শিল্পশহর নওয়াপাড়ার হক ট্রেডিং কর্পোরেশনের নতুন অফিসে বেসরকারি বিমান ইউএস বাংলা’র অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে নওয়াপাড়ার নূরবাগে অবস্থিত হক ট্রেডিং কর্পোরেশনে এই অফিস উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম, ম্যানেজিং ডিরেক্টর জাফর আলম, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবু রোজা মো. ইয়াহিয়া, ডিএমডি মো. সিরাজুল হক, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, হক ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকারী নাসিমুল হক, আফিল ট্রেড ইন্টারন্যাশনালের পরিচালক রাকিবুল ইসলাম রাকিব, সোশ্যাল ইসলামী ব্যাংকের নওয়াপাড়া শাখার ইনভেস্টমেন্ট বিভাগের হেড মো. তৌহিদ হোসেন, এসএমই হেড মো. সাদ হুসাইন, ব্রান্ডিং হেড মো. মনিরুজ্জামান, ইসলামী ব্যাংকের এজেন্ট ইনচার্জ মো. রকিবুল ইসলাম, হক ট্রেডিং কর্পোরেশনের ম্যানেজার কৃষ্ণ কুমার সাহা, মো. গিয়াস উদ্দিন প্রমুখ।