যশোরে তিন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

0

লোকসমাজ ডেস্ক॥ যশোরে গতকাল আলাদা সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। যশোর শহর, সদর উপজেলার রূপদিয়া ও কেশবপুর উপজেলার সড়কে প্রাণহানির এ ঘটনাগুলো ঘটে। যশোর শহরে মাইক্রোবাসের চাপায় মো. সাকলাইন (২০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে শহরের ঢাকা রোড হাফেজিয়া মাদ্রাসার সামনে দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি আটক করেছে। নিহত সাকলাইন যশোর দড়াটানা হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর গ্রাামের আব্দুল আলিমের ছেলে। স্থানীয় লোকজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা একটি মাইক্রোবাস খুলনার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা রোড হাফিজিয়া মাদ্রাসার সামনে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাকলাইনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. জসিম উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে। যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
স্টাফ রির্পোটার, কেশবপুর (যশোর) জানান, কেশবপুরে সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার তেইশ মাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চুকনগর থেকে যাত্রী নিয়ে কেশবপুরে আসার সময় উপজেলার তেইশ মাইল নামক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় সুপারভাইজার নবি মোড়ল বাসের নিচে চাপা পড়ে মারা যান। নিহত নবি মোড়ল সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামের ওমর মোড়লের ছেলে। দুর্ঘটনায় চারজন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আলমগীর বলেন, বাসের সুপারভাইজারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
রূপদিয়া (যশোর) সংবাদদাতা জানান, যশোর-খুলনা মহাসড়কে রূপদিয়ায় ট্রাকের ধাক্কায় জহুরুল ইসলাম নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া বাজারে নতুন বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বলিয়ানপুর গ্রামের মৃত হামিদ বিশ্বাসের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ভ্যানচালক কুয়াদা থেকে রূপদিয়া বাজারে একটি ভাড়া চুক্তিতে আসছিলেন। পথিমধ্যে দুর্ঘটনাস্থলে খুলনাগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ভ্যানচালক ছিটকে রাস্তায় পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় ঘাতক ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করে। এ বিষয়ে নরেন্দ্রপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ (এসআই) সুপ্রভাত মন্ডল জানান, মরদেহ হাইওয়ে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।