গোপালগঞ্জে ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে খাজুরার ব্যবসায়ী নিহত

0

লোকসমাজ ডেস্ক॥ ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিত্যানন্দ বিশ্বাস (৪২) নামে এক মোটরসাইকেল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৪ জন। গুরুতর আহত আলামিন (২৬) নামের একজনকে খুলনায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহত নিত্যানন্দ যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারের নরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।

 বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. নূর সোলেমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ব্যবসায়ী নিত্যানন্দ ঢাকা থেকে ৮টি মোটরসাইকেল নিয়ে ট্রাকে করে যশোর যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে একটি ট্রাক অপর একটি ট্রাককে ওভারটেক করতে গেলে ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। ‘এ সময় ট্রাকের দুই চালক ও ৩ আরোহী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিত্যানন্দ বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।’