শোকাহত পরিবেশে ডা. আমিরুল ইসলামের দাফন সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার ॥ সকলকে শোক-সাগরে ভাসিয়ে কারবালা গোরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলামের কনিষ্ঠ ভাই এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের সাবেক প্রধান চিকিৎসক আমিরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার বাদজোহর যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় দফা জানাজা শেষে তাকে কারবালা কবরস্থানে দাফন করা হয়। এর আগে বুধবার রাত ১২টার দিকে তার মরদেহবাহী অ্যাম্বেলেন্সটি শহরের ঘোপ পিলু খান সড়কের নিজ বাসভবনে এসে পৌঁছায়।
এ সময় পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসীর আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। রাতেই অনেকে তাকে এক নজর দেখতে ভিড় জমান। গতকাল কাকডাকা ভোরে দূরদূরান্ত থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, পেশাজীবীরা ডা. আমিরুল ইসলামকে শেষবারের মত দেখতে তার পৈত্রিক বাড়িতে যান। এ সময় তারা শোকাহত স্বজনদের সমবেদনা জানান। দুপুর ১টার সময় জানাজার জন্য ঘোপের বাসভবন থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। জানাজার আগে পরিবারের পক্ষ থেকে ক্ষমা ও দোয়া চেয়ে বক্তব্য রাখেন- পরিবারের বড় পুত্র মারুফুল ইসলাম ও ডা. আমিরুল ইসলামের একমাত্র পুত্র প্রকৌশলী উপল ইসলাম। দড়াটানা জামে মসজিদের খতিব মুফতি মুজিবুর রহমান জানাজায় ইমামতি করেন। জানাজায় উপস্থিত ছিলেন- হোটেল হাসান ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী হাসান আলী, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, অ্যাড. জাফর সাদিক, একে শরফুদ্দৌলা ছোটলু, মফিকুল হাসান তৃপ্তি, ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. এম এ মজিদ, নড়াইল জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র জুলফিকার আলী, যশোর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-উন-নবী, মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ ইকবাল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগরের যুগ্ম আহ্বায়ক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আজম, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ফিরোজ খান, যশোর পৌরসভার কাউন্সিলর মোকসিমুল বারী অপু, বিশিষ্ট বাবসায়ী শরীফ পাটোয়ারী, ধর্মীয় নেতা মুফতি নাসিরুল্লাহ, ক্রীড়া সংগঠক এম আকসাদ সিদ্দিকী শৈবাল, মাহমুদ রিবন বিএনপি নেতা খায়রুজ্জামান মধু, আবু হাসান জহির, জহুরুল ইসলাম, কাজী গোলাম হায়দার ডাবলু, আব্দুস সামাদ বিশ্বাস, মুন্সী কামাল আজাদ পান্নু, আব্দুল হাই মনা, মশিয়ার রহমান, দবির উদ্দিন, আমিরুল ইসলাম খান, আব্দুল মজিদ বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মকবুল হোসেন, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান বাবলু প্রমুখ।
আজ শুক্রবার বাদআছর শহরের ঘোপ পিলুখান সড়কের নিজ বাসভবনে ডা. আমিরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।